আলোকের পথে তোমাদের যাত্রা বিলম্বিত হোক
নিকষ কালো অন্ধকার তোমাদের চারপাশ থেকে গ্রাস করুক।
অমাবস্যার রাতে ঝিঁঝিঁ পোকার ডাকে তোমাদের গা ছমছম করে উঠুক
আলোকের পথে তোমাদের যাত্রা বিলম্বিত হোক।
বিবর্তনের পথে পথে অন্ধকারের ছোপ-ছোপ দাগ লেগে থাকুক।
শীতল চাঁদর গায়ে তোমাকে হাঁটতে হবে বার্ধ্যকের দাড়ে
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
ভালো লেগেছে। অসম্পূর্ণ কেন? কিন্তু লেখক কে? তুমি?
Post a Comment