Saturday, September 27, 2008

অন্ধকার

আলোকের পথে তোমাদের যাত্রা বিলম্বিত হোক
নিকষ কালো অন্ধকার তোমাদের চারপাশ থেকে গ্রাস করুক।
অমাবস্যার রাতে ঝিঁঝিঁ পোকার ডাকে তোমাদের গা ছমছম করে উঠুক
আলোকের পথে তোমাদের যাত্রা বিলম্বিত হোক।

বিবর্তনের পথে পথে অন্ধকারের ছোপ-ছোপ দাগ লেগে থাকুক।
শীতল চাঁদর গায়ে তোমাকে হাঁটতে হবে বার্ধ্যকের দাড়ে

1 comments:

Atique said...

ভালো লেগেছে। অসম্পূর্ণ কেন? কিন্তু লেখক কে? তুমি?