Friday, October 2, 2009

আমরা কোথায় যাচ্ছি

"পৃথিবী বদলে গেছে, যা দেখি অবাক লাগে
ঢাকা শহর এমন হবে, ভেবেছ কি কখনো আগে"

উপরের এই দুটি গানের চরনের মত শুধু ঢাকা নয় সারা দুনিয়াই বদলে গেছে।এই যা একটা ভুল করলাম, পৃথিবী বদলাই নাই বদলে গেছি আমরা।গত কয়েক বছরের দিকে তাকালে কি দেখা য়ায - বন্যা,খরা,ভূমিকম্প অথবা সুনামির মত নুতন কোন মহা বিপর্যয়।আচ্ছা বলুন তো মানুষ যখন খুব রেগে যায় তখন কি করে।বিনাশের নেশা মাথায় চেপে বসে।প্রকৃতিরও এখন বিনাশের নেশা চেপে বসেছে।আমার মনে হয় যে মহা বিপর্যয় আমাদের দিকে এগিয়ে আসছে তা রোধ করা আমাদের পক্ষে সম্ভব নয়।তা হলে কি আমরা মুখে আঙ্গুল দিয়ে চুসবো।না,প্রকৃ্তিকে বাঁচাতে হবে।

-----------------
পরে আবার লিখব