Sunday, June 8, 2008

Very sad news

অনেক দিন পর আবার লিখলাম।মনটা অনেক খারাপ।আমাদের এক বন্ধু আজ হঠাৎ আমাদের ছেড়ে চিরকালের জন্য চলে গেল।লিখন বেশ কিছু দিন ধরেই অসুস্থ ছিল। তবে ও যে ক্যান্সারে ভুগছিল,তা আমরা কেউ জানতাম না।৮ ই জুলাই তাই আমাদের জন্য বেদনার দিন হয়ে রইল।

ওর বিদেহী আন্তা শান্তি পাক।আল্লাহ ওকে বেহেশেত নসিব করুক।আমীন।


It is a heart breaking news that we have lost one of our beloved friends Likhon.He has no more with us.He has been suffering stomach cancer.

May god gives his soul peace.